শিরোনাম
শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শরৎ এলো

আল-আমীন

শরৎ এলো

নীলাকাশে মেঘের ভেলায়

শরৎ এলো ভেসে,

নদীর তটে, বালুর চরে

কাশবনেতে হেসে।

 

শিউলিতলায় ফুল ঝরে হয়

সুবাসিত ভোর,

শাপলা-শালুক, পদ্ম-জবা

খোলে ঘুমের দোর।

 

ধানের গোছা দুলতে থাকে

স্বচ্ছবায়ুর ছোঁয়ায়,

পাখির মেলা উড়তে থাকে

সাদামেঘের ধোঁয়ায়।

 

সন্ধ্যাবেলা ফুলকামিনী

হৃদয় কাড়ে ঘ্রাণে,

ঋতুর রাণী মিষ্টি শরৎ

উঠলে বেজে প্রাণে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর