শিরোনাম
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
তথ্য কনা

লম্বা গলার জিরাফ

ডাংগুলি ডেস্ক

লম্বা গলার জিরাফ

জিরাফ সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমিময় সাভানা অঞ্চলে। একসময় আফ্রিকা মহাদেশের প্রায় সব দেশে জিরাফ পাওয়া যেত। বনের বিশেষ বিশেষ জায়গায় এদের দলবেঁধে চলাফেরা করতে দেখা যায়। এরা বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী। একটি পুরুষ জিরাফ লম্বায় ১৮ ফুট এবং স্ত্রী জিরাফ ১৪ ফুট হয়। পুরুষ জিরাফের ওজন এক হাজার ৩৬০ কেজি এবং স্ত্রী জিরাফের ওজন ৬৮০ কেজি। অনেক জিরাফের মাথায় দুটি বা চারটি ভোঁতা শিং থাকে। এদের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে। তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনই একরকম হয় না। এরা তৃণভোজী প্রাণী। এদের প্রধান খাদ্য গাছের পাতা। বিশেষ করে মিমোসা ও অ্যাকাশিয়া গাছের পাতা, বীজ, ফল, কুঁড়ি ও শাখা এদের খুব প্রিয়।   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর