কুড়িগ্রামের রাজারহাটে চরাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে বুড়িরহাট স্পারবাঁধ সংযোগ রাস্তায় রাজারহাট উপজেলা চর উন্নয়ন কমিটির আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী বাসেত সরকার বিপ্লব।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশে ৩২ জেলার ১০০টি উপজেলা চরের মধ্যে রয়েছে। চরে বাস করে প্রায় এক কোটি লোক। অতিসত্বর চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করে দারিদ্র্য বিমোচন করা সম্ভব।
এ সময় বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব আশরাফুল হক রুবেল ও জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ