গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে বুধবার (১৬ জুলাই) দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর জারি করা কারফিউর আজ শনিবার রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১১টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।
সেখানে জানানো হয়, আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। লোকজন পূর্বের ন্যায় চলাফেরা করতে পারবে।
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষে কারফিউর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ