দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে তালিম হোসেন (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সাড়ে তিন বছর বয়সী ছেলে আহত হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তালিম হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়ি বিরামপুরে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় বসুন্ধরা এলাকায় রেললাইন পার হওয়ার চেষ্টা করেন তালিম হোসেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশুটি আহত হয়ে বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্বতীপুর জিআরপি থানার এসআই মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা