শিয়াল মামার মন খারাপ আজ
হাসি নেই তার মুখে,
গোস্ত খেতে না পেরে তার
কষ্ট বাড়ে বুকে।
মুরগির মালিক রাতের বেলা
রাখে নজর কড়া,
চুরি করতে যায় না ভয়ে
পড়ে যদি ধরা।
পড়লে ধরা দেখতে তাকে
আসবে গ্রামবাসী,
মুরগি চুরির দায়ে তাকে
মালিক দেবে ফাঁসি।
শিয়াল মামার মন খারাপ আজ
হাসি নেই তার মুখে,
গোস্ত খেতে না পেরে তার
কষ্ট বাড়ে বুকে।
মুরগির মালিক রাতের বেলা
রাখে নজর কড়া,
চুরি করতে যায় না ভয়ে
পড়ে যদি ধরা।
পড়লে ধরা দেখতে তাকে
আসবে গ্রামবাসী,
মুরগি চুরির দায়ে তাকে
মালিক দেবে ফাঁসি।