পৌষের শেষে মাঘ এসেছে
বইছে হিমেল বাতাস
বসন্ত আর নেইকো দূরে
পাচ্ছি তারই আভাস।
ঘরে ঘরে শীত সকালে
পিঠা খাবার ধুম
শিশির ভেজা গোলাপ ফুলে
প্রজাপতির চুম।
ভোরবেলাতে গাছি নামায়
খেজুর রসের হাঁড়ি
সেই রসেরই পায়েস নিয়ে
চলছে কাড়াকাড়ি।
সরষে খেতে গুনগুনিয়ে
গাইছে ভ্রমর গান
শীতের পোশাক সবার গায়ে
দেখে জুড়ায় প্রাণ।