দেশটা আমার সাগর-নদীর
দেশটা হলো গানের;
দেশটা হলো ফুল-পাখিদের
হৃদয় ছোঁয়া টানের।
পথ হারা পথ আকুল-ব্যাকুল
পথ হয়ে যায় দূরের;
দেশটা হলো সবুজ-শ্যামল
বাউল গানের সুরের।
খোলা গাঁয়ের রূপ-অপরূপ
মুগ্ধ হাসি সবার;
দেশটা হলো রূপের সেরা
উদাস উদাস হবার।
এই-তো পাহাড় আকাশ টানে
হারিয়ে থাকে মেঘে
দেশটা আমার স্নিগ্ধ হাওয়ায়
সদা থাকে জেগে।