চাঁদের বুড়ি চড়কা কাটে
চাঁদের দেশে বসে
চাঁদের বুড়ির গল্প শুনতে
ধরছে সবাই কষে।
চাঁদের বুড়ির নতুন গল্পে
নতুন চমক ভরা
চড়কা কাটা ছেড়ে দিয়ে
ভরে জলের ঘড়া।
চাঁদের বুড়ি কাটা সুতোয়
বুনে গরম চাদর
চাঁদের দেশে সেই চাদরে
করে বুঝি আদর।
চাঁদের বুড়ি চড়কা কাটে
হাজার বছর ধরে
বুড়ির বুনা চাদর সবাই
নিচ্ছে আপন করে।