সাত সকালে ফুলের বনে
করছ তুমি কী?
‘রোদ মেখে যাই কারণ রোদে
পাই ভিটামিন ডি’।
কী আনন্দে ফুলের ডালে
খাচ্ছ শুধু দোল,
হাসলে দেখ ফুলের গালে
যাচ্ছে পড়ে টোল।
দুষ্টু ফড়িং বলছি তোমায়
শুনছ তুমি, এই;
আজকে তোমার ছুটি নাকি
হোমওয়ার্ক নেই?
সাত সকালে ফুলের বনে
করছ তুমি কী?
‘রোদ মেখে যাই কারণ রোদে
পাই ভিটামিন ডি’।
কী আনন্দে ফুলের ডালে
খাচ্ছ শুধু দোল,
হাসলে দেখ ফুলের গালে
যাচ্ছে পড়ে টোল।
দুষ্টু ফড়িং বলছি তোমায়
শুনছ তুমি, এই;
আজকে তোমার ছুটি নাকি
হোমওয়ার্ক নেই?
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম