এই যে দেখ খোকাখুকি
শিমুল পলাশ হাসে
তোমার মতো তারাও সবাই
বাংলা ভালোবাসে।
গাছে গাছে কত পাখি
তাক ধিনা ধিন নাচে
ওরা সবাই বাংলা গানেই
সুর মিলিয়ে বাঁচে।
টিয়া তোতা শালিক ওরা
হাজার সুরে গায়
আমার বাংলা তোমার বাংলা
এর চেয়ে সেরা নাই।
এই যে দেখ খোকাখুকি
শিমুল পলাশ হাসে
তোমার মতো তারাও সবাই
বাংলা ভালোবাসে।
গাছে গাছে কত পাখি
তাক ধিনা ধিন নাচে
ওরা সবাই বাংলা গানেই
সুর মিলিয়ে বাঁচে।
টিয়া তোতা শালিক ওরা
হাজার সুরে গায়
আমার বাংলা তোমার বাংলা
এর চেয়ে সেরা নাই।
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম