ঈশান কোণে মেঘ জমেছে
ঈষৎ কালো রং
ফুটোয় ভরা টিনের চালে
কোণায়-কানায় জং।
বৃষ্টি মেয়ে রিনিকঝিনিক
বাজায় পায়ের মল
ঘরের মেঝে বালতি-বাটি
কলসি-ভরা জল।
স্যাঁতসেঁতে ভাব ঘর-দুয়ারে
সর্দি-কাশি-জ্বর
গরিব লোকের দুঃখ বাড়ে
শঙ্কা করে ভর।
ঈশান কোণে মেঘ জমেছে
চোখের কোণে জল
ঘর ভাসাতে নামল বুঝি
উজান পানির ঢল!