শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ফিঙে নাচে

বিজন বেপারী

হোগল বনে ফিঙে নাচে

ডাহুক বাঁধে বাসা,

তার পাশেই ধানের খেতে

চাষে মত্ত চাষা।

 

পুকুর ঘাটে মাছরাঙাটা

চুপটি আঁড়ি পাতে,

কখন নেবে ঝপাং করে

একটা পুঁটি দাঁতে।

 

পথের ধারে বুনো ইঁদুর

মাটির গর্তে থাকে,

পাতিহাঁসে বালিহাঁসে

খেলছে নদীর বাঁকে।

 

ঘরের কোণে বাঁশ ঝাড়েতে

হুতোম  পেঁচার বাসা,

সন্ধ্যে বেলায় ডাক শুনেই

শিশু ভোলে ভাষা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর