ফাগুন শেষে চৈত্র এলো
গরম হাওয়া নিয়ে
আমের মুকুল ঘ্রাণ যে ছড়ায়ওসেই হাওয়াটা দিয়ে।
নীল আকাশে সাদা কালো
মেঘ করে যায় খেলা
সবুজ মাঠে ঘাস ফড়িংয়ের
ওই দেখা যায় মেলা।
বটের ছায়ায় উদলা গায়ে
দুপুর বেলায় চাষি
দেখছে সবুজ ধানের জমি
মুখে নিয়ে হাসি।
হাওর বুকটা রাখত যারা
কিচিরি-মিচির ডাকি
চৈত্র খরায় বিদায় নিল
অতিথি সেই পাখি।