মোরগ পড়ে বই
টিচার সেজে শেখায় হাঁসে
অ আ তই-তই।
বেড়াল হাসে দূরে বসে
মিটমিটিয়ে মিউ
ঠিক তখনই মোরগ পড়ে
নতুন মানে নিউ।
বেড়াল রাগে ফুলতে লাগে
ডাকতে থাকে ম্যাঁও
টিচার হাঁসে জোর গলাতে
বলে, গো গো যাও!
ফোঁসফোঁসিয়ে বিড়াল এলো
হাঁস মোরগের কাছে
ওরা তখন করল তাড়া
প্রাণ বাঁচাতে দিশেহারা
উঠল বেড়াল গাছে।