ফলের ঝুড়ি মাথায় করে
এলো মধুমাস
পল্টু-বল্টু বলনা তোরা
কে কী খেতে চাস?
আম জাম কাঁঠাল কলা
হরেক রকম ফল
কোনটা ছেড়ে কোনটা খাবি?
এবার তোরাই বল।
বেলের ভারে হেলে গেছে
সরু সরু ডাল
পেকে আছে পেঁপে-লিচু
আরো কতো তাল।
জ্যৈষ্ঠ মাসি এলো ফিরে
কাখে মধুর হাঁড়ি
তোমরা যদি চাও খেতে সব
এসো গাঁয়ের বাড়ি।