রাজ্যের সকল খবর এখন
টুনটুনিরই কাছে,
এমন কথা বলে বেড়ায়
নিন্দুকেরই পাছে।
ছোট্ট একটি বাসা নিয়ে
মনে কত আশা,
বিয়ে দেবে বাবা মায়ে
স্বপ্ন তাদের খাসা।
নতুন করে বুনবে বাসা
পড়বে না আর পানি,
দূর হবে তার দুঃখ-কষ্ট
লোকের কানাকানি।
আনতে গিয়ে খড়ের বোঝা
বন্দী হলো পাখি,
ঝুলবে নাকি ফাঁসির কাষ্ঠে
অশ্রু কোথায় রাখি!