হুতুম পেঁচা হুতুম পেঁচা
কে দিয়েছে মার?
সারানই মুখটা কেন
এমন তোমার ভার?
না ঘুমিয়ে সারাটা রাত
থাকো তুমি জেগে
কার ওপরে বলত ভাই
আছ এমন রেগে।
তোমার না কি বুদ্ধি অনেক
বইটা কখন পড়!
রাগের মাথায় খাওয়া-দাওয়া
কখন কী যে কর?
না কি তোমার নাইকো দাঁত
হাসো নাকো তাই
এই দেখ না পোকলা দাঁতেও
আমি হেসে যাই।