দাঁড়িয়ে আছি নদীর তীরে
সাদা সাদা হাঁসের ভিড়ে।
নদীর জলে হাঁসের ছানা
তাই নদীতে নামতে মানা।
হাঁসের ছানা হাঁসের ছানা
খাচ্ছে মজায় ক্ষুদি পানা।
হাঁসের রাজা কাছে এসে
দাঁড়ায় আমার পায়ে ঘেঁষে।
হাঁসি রানী মুচকি হেসে
কাছে ভিড়ে ভালোবেসে।
আয় তই তই হাঁসের ছানা
থাম আর না পানা খানা।
হাঁসের ছানা বুঝে গেল
এবার যাবার সময় হলো।
হাঁসের ছানা উঠল তীরে
সন্ধ্যা হলো চলো নীড়ে।