ঝমঝমিয়ে বৃষ্টি এলো
সময় যখন দুপুর বেলা,
পাতায় পাতায় শুরু হলো
টুপুর টাপুর টুপুর খেলা।
খুকি তখন বারান্দাতে
কাগজ কেটে নাও বানালো,
মনে খুশির ফুল ফুটেছে
মেঘ বন্ধুকে তাও জানালো।
উঠোনজুড়ে জল থইথই
নাও কাগজের ভাসায় খুকি,
নাও ভেসে যায় দেখতে থাকে
অবাক ভালোবাসায় খুকি!
মাকে ডেকে বলে খুকি
জলদি এসে যাও না দেখে,
তোমার খুকির খুশিটুকু
মনের পাতায় নাও না এঁকে।