বাগিচাতে ফুলের মেলা
প্রজাপতি নাচে
চল খুকুরা চল ছুটে চল
ফুল কলিদের কাছে।
পাখি আছে ফুল বাগিচায়
ফুল যে ভালোবাসে
রোজ সকালে দেখি আমি
ফুল কলিরা হাসে।
ফড়িং ছানা খেলা করে
সবুজ ঘাসের বুকে
খুকু গাঁথে ফুলের মালা
মন ভরে যায় সুখে।
মন হয়ে যায় দিশাহারা
নাকে ফুলের গন্ধ
ফুলের মেলায় যাই হারিয়ে
খাওয়া-দাওয়া বন্ধ।