ইচিং ভূতকে কল করেছে
চিচিং ভূতের পোলা,
আমার জন্য ডজনখানেক
আন কিনে আরশোলা!
তুমুল নাচে ডিজের তালে
পিজে ভূতের নানা,
রাত্রি জেগে চ্যাটিং করে
কোলা ব্যাঙের ছানা।
ছোটকু ভূতে আস্ত ভেড়ায়
ভোরের নাস্তা সারে,
গোখরো করে বেজিকে কল
ইমু-ম্যাসেঞ্জারে!
ব্যস্ত হালুম সেলফি তোলায়
কার্টুন দেখে টেপে,
ফোকলা দাঁতের হাসির ছবি
পাঠায় ওয়াটস্অ্যাপে!