পাড়ার সকল ছেলেমেয়ে
খেলতাম কতো খেলা,
কানামাছি আর গোল্লাছুট
মাঠে জমতো মেলা।
কেউবা খেলে দাড়িয়াবান্ধা
কেউবা খেলে বৌছি,
কেউবা খেলছে লুকোচুরি
কেউবা কানামাছি।
পাড়ার সকল বন্ধু মিলে
ফুটবল ক্রিকেট খেলা,
থাকতাম সবে মিলেমিশে
করতো না কেউ হেলা।
বিকেল হলেই ছুটে যেতাম
সবুজ গাঁয়ের মাঠে,
সন্ধ্যা হলেই লেখাপড়ার
মনোযোগ হতো পাঠে।