প্রশান্ত মহাসাগরে ছোট্ট জাহাজে চড়ে ভানুয়াতু দ্বীপে যাচ্ছে কিশোর দলের তিন সদস্য অপু, তিয়ান ও টিয়ানা। সঙ্গে রয়েছে টোকন মামা। আসলে টোকন মামাই ওদের নিয়ে এসেছেন, লক্ষ্য তিমি শিকার। ভানুয়াতু দ্বীপে পৌঁছে ওরা শক্তিশালী স্পিডবোট ভাড়া করল। স্পিডবোট চড়ে ওরা যাবে তাহিতি দ্বীপের কাছাকাছি খোলা সাগরে। ওখানে তিমির দল ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। তিমি শিকারের জন্য ওরা সঙ্গে নিয়েছে হারপুন গান ও ট্রাংকুলাইজার গান। আর এ দূরের পথে বিপদ-আপদ ঠেকাতে টোকন মামার কাছে আছে দুই ব্যারেলের শটগান। তাহিতি দ্বীপের কাছাকাছি আসতেই সমুদ্রে মাঝারি ধরনের সুনামি সৃষ্টি হলো, সঙ্গে জলোচ্ছ্বাস। তখন রাত। জলোচ্ছ্বাসের ধাক্কায় ওদের স্পিডবোট ভেসে চলল অজানা গন্তব্যে। সকাল হতে হতে সুনামি ও জলোচ্ছ্বাস থেমে গেল। অপু, তিয়ান ও টিয়ানা দেখল অথৈ সাগরে ওরা একটা দ্বীপের কাছে এসে পৌঁছেছে। একদম কাছাকাছি আসতেই অপু দেখল একটা লোহার প্লেট দ্বীপের প্রবেশ মুখে লাগানো। সেখানে লেখা : ব্যক্তি মালিকানাধীন দ্বীপ। প্রবেশ নিষেধ। টিয়ানা বলে উঠল, দেখ! দেখ! দ্বীপের মাঝখানে একটা দুর্গ, দুর্গের চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে। টোকন মামা বললেন, এ রহস্যময় দ্বীপে দেখছি প্রবেশ নিষেধ কিন্তু আমাদের তো উপায় নেই, বাঁচতে হলে এ দ্বীপেই আশ্রয় নিতে হবে। তিয়ান বলল, হ্যাঁ মামা, আমাদের আর কোনো উপায় নেই। ওরা দ্বীপের ভিতরে এগিয়ে চলল। হঠাৎ ভীষণ লম্বা কানওয়ালা এক লোক ওদের সামনে এসে পড়ল। কোনো কথা না বলেই সে অপুর দিকে লেজার গান দিয়ে মারাত্মক গামা রশ্মি ছুড়ে দিল। অপু এক ঝটকায় সরে গিয়ে কোনোরকমে বাঁচল। তৎক্ষণাৎ মামা শটগান দিয়ে লোকটিকে গুলি করল। কী আশ্চর্য! সঙ্গে সঙ্গে লোকটি ভেঙে গিয়ে নাট, বল্টু, বৈদ্যুতিক সার্কিট ও ব্যাটারি বেরিয়ে এলো। কিশোর দলের সদস্যরা বুঝলো ওটা একটা যুদ্ধবাজ রোবট। ওরা দুর্গের দিকে এগিয়ে চলল। আরও কিছুদূর যেতেই একই রকম দেখতে আরেকটা রোবটের দেখা মিলল। অপু সঙ্গে সঙ্গে রোবটটিকে ক্যারাতে স্টাইলের ফ্লাইং কিক মেরে বসল। রোবটটা পড়ে গেল, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই ওঠে দাঁড়াল। অপু রোবটটিকে এক হাতে উপরে তুলে ধরে আরেক হাত দিয়ে মারল আছাড়। রোবটটি পড়েই রইল। সার্কিট নষ্ট হয়ে গেছে ওর। টোকন মামা, অপু, তিয়ান ও টিয়ানা এবার একটু ঘুরে দুর্গের পেছনে চলে এলো। টোকন মামা বললেন, চল, দুর্গের পেছনের দেয়াল বেয়ে ভিতরে প্রবেশ করি। আমাদের বের করতে হবে ওরা এখানে ভিতরে কী করছে। দেয়াল বেয়ে সবচেয়ে উঁচুতে থাকা চারতলার ব্যালকনি দিয়ে ওরা ভিতরে ঢুকল। ঢুকেই দেখে সেখানে থরে থরে সাজানো নানা ধরনের অস্ত্র ও প্রাণঘাতী বোমা। ওরা বুঝল এখানে গোপনে অবৈধ অস্ত্র ও বোমা তৈরি করা হয় এবং এ চারতলাটা হলো গোডাউন। মামা সঙ্গে সঙ্গে সেখান থেকেই একটা টাইম বোমা নিয়ে বিস্ফোরণের জন্য ১০ মিনিট টাইম সেট করে নিচে চলল। তিন তলায় গিয়ে দেখল পুরোটাই ভর্তি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামে। এরপর ওরা দোতলায় আসতেই কয়েকটি রোবট ওদের ঘিরে ধরল। একটি রবটের ছোড়া গামা রশ্মি এড়াতে টিয়ানা নিচু হতেই গামা রশ্মি তার চুল কিছুটা পুড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। টিয়ানা হারপুন গান দিয়ে হারপুন ছুড়ে রোবটটার বুকের সার্কিট ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে ওই রোবটটা অচল হয়ে গেল। এদিকে অপু আরেকটি রোবটকে কারাতের প্যাঁচে কাবু করেছে। টোকন মামা শটগান দিয়ে আরও দুটি রোবটকে ধ্বংস করলেন। এরপর ওরা নিচতলায় নেমে আসতেই দেখল একটা রোবট পালানোর চেষ্টা করছে। তিয়ান ভালো করে লক্ষ্য করে দেখল, ওটা তো রোবট নয়, ওর কান ছোট। রোবটগুলোর মতো দেখতে একটা জ্যান্ত মানুষ! তিয়ান বুঝে ফেলল, এ লোকটিই এ রোবট রাজ্যের নাটের গুরু। সে সঙ্গে সঙ্গে ট্রাংকুলাইজার গান দিয়ে ওকে গুলি করে ঘুম পাড়িয়ে দিল। আর টিয়ানা এসে ওকে বেঁধে ফেলল। টোকন মামা বললেন, চল, তাড়াতাড়ি বেরিয়ে যাই, টাইম বোমাটা এখনই ফাটবে! ওরা বের হয়ে কিছুদূর যেতেই টাইম বোমার বিস্ফোরণে দুর্গটা ধসে পড়ল। চারদিকে প্রচন্ড শব্দ। টোকন মামা ও কিশোর দল বন্দি লোকটিকে নিয়ে সমুদ্র তীরে পৌঁছতেই দেখল বিস্ফোরণের শব্দ শুনে তাহিতির নৌবাহিনীর একটি জাহাজ দ্বীপের দিকে এগিয়ে আসছে। ওরা এসে কিশোর দলের সদস্যদের উদ্ধার করল আর দুষ্ট লোকটিকে বন্দি করল। তাহিতির আদালতে অবৈধ অস্ত্র কারখানা স্থাপন ও অস্ত্র উৎপাদনের দায়ে তার বিচার হবে। তারপর তাহিতি দ্বীপ থেকে টোকন মামা ও কিশোর দল দেশে ফিরে এলো। সেবারের মতো তিমি শিকার করা তাদের আর হলো না।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
রোবটের দ্বীপে কিশোর দল
সাগর আহমেদ
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর