ইচ্ছে করে পাখি হয়ে
বেড়াই আকাশজুড়ে,
আপন পাখা ছড়িয়ে দিয়ে
যেতে অনেক দূরে।
ইচ্ছে করে হতাম যদি
রঙিন প্রজাপতি,
ফুলের বনে যেতাম উড়ে
শান্ত সরল গতি।
মনপবনের নৌকা হলে
যেতাম ইচ্ছে মত,
ঢেউয়ের তালে ভেসে ভেসে
চলতাম অবিরত।
নদী হলে যেতাম ছুটে
খিলখিলিয়ে হেসে,
খুশির দোলায় নেচে নেচে
পাহাড় মাটি ঘেঁষে।