খুকুমণি রাগ করেছে
যাবে না সে ইশকুল,
ব্রেড, বাটার, কেক, পনির
খাবে না বিলকুল।।
গাল ফুলিয়ে আছে বসে
পরবে না ইউনিফর্ম,
ব্যাগের ভেতর বই খাতা
আছে কত্তোরকম।।
কাঁধের উপর ব্যাগের বোঝা
অনেক অনেক ভার,
তাই তো সে রাগ করেছে
ইশকুল যাবে না আর।
খুকুমণি রাগ করেছে
যাবে না সে ইশকুল,
ব্রেড, বাটার, কেক, পনির
খাবে না বিলকুল।।
গাল ফুলিয়ে আছে বসে
পরবে না ইউনিফর্ম,
ব্যাগের ভেতর বই খাতা
আছে কত্তোরকম।।
কাঁধের উপর ব্যাগের বোঝা
অনেক অনেক ভার,
তাই তো সে রাগ করেছে
ইশকুল যাবে না আর।