দিঘির জলে রঙিন ব্যাঙ
কোলা ব্যাঙ, কোলা ব্যাঙ
মনের সুখে গান গাইছে
ঘ্যাঙর ঘ্যাঙ, ঘ্যাঙর ঘ্যাঙ।
এদিক ওদিক সাঁতার কেটে
নাইছে যে ব্যাঙ দলে দলে,
আষাঢ় মাসে ব্যাঙের মাথা
দেখছি কেবল দিঘির জলে।
ব্যাঙের রানি, ব্যাঙের রানি
বাধবে তোমার জ্বর,
নাওয়া, গাওয়া ছাড়ো এবার
যাওনা তোমার ঘর।