ন্যাংটি ইঁদুর ভেঙচি কাটে
দেখে বিড়াল ছানা,
এদিক সেদিক ঘুরে ঘুরে
খোঁজে খাবার দানা।
কুটকুটিয়ে কাটে যা পায়
কেটে করে সারা,
বিড়াল মাসি দেখতে পেয়ে
বলে একটু দাঁড়া।
ভয়ে ছুটে ন্যাংটি ইঁদুর
দৌড়ে পালায় গর্তে,
বিড়াল বলে বাঁচবি নে তুই
যেদিন পারব ধরতে।