এক ছিল খোকা। খুবই মিষ্টি ও নরম মনের ছেলে। রাতে ঘুমানোর সময় মা তাকে একটা গল্প শোনাতেন। তবে খোকা একটা সমস্যায় ছিল- তার ঘুমাতে গেলেই কিছু দুষ্ট মশা এসে তাকে বিরক্ত করত। মশাগুলো খুবই খারাপ, খোকাকে কামড়ে দিত আর তার ঘুমের বারোটা বাজিয়ে দিত।
এক রাতে খোকা রাগে ফেটে পড়ল। সে বলল, ‘এই মশাগুলো আমার এত সুন্দর ঘুম নষ্ট করে দেয়! মা, এদের কীভাবে দূর করা যায়?’
মা মিষ্টি হেসে বললেন, ‘খোকা, মশা শুধু তোমার ঘুম নষ্ট করতে আসে না, তারা আমাদের শরীরের জন্যও ক্ষতিকারক। এদের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগও হতে পারে। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে।’
খোকা জিজ্ঞাসা করল, ‘তাহলে কী করব মা?’
মা বললেন, ‘প্রথমত, ঘুমানোর আগে মশারির নিচে ঘুমাতে হবে। তা ছাড়া ঘরের আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে, সেটাও দেখতে হবে। কারণ মশা এসব পানিতেই জন্মায়। আর ঘর সব সময় পরিষ্কার রাখতে হবে।’
খোকা এবার মাকে জিজ্ঞাসা করল, ‘এগুলো করলে কি মশারা আর আসবে না?’
মা মাথা নেড়ে বললেন, ‘ঠিক তাই, খোকা। মশারা পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারে না। তাই আমরা যদি আমাদের আশপাশটা সব সময় পরিষ্কার রাখি, তাহলে মশারা আর আসবে না।’
খোকা মায়ের কথা শুনে খুব খুশি হলো। এরপর থেকে সে প্রতিদিন মায়ের সঙ্গে মিলে ঘর পরিষ্কার রাখত এবং ঘুমানোর আগে মশারি টানিয়ে ঘুমাতে যেত। কিছু দিন পর খোকা খেয়াল করল, আর কোনো দুষ্ট মশা তাকে বিরক্ত করতে আসে না।
এভাবেই খোকা বুঝল, পরিচ্ছন্নতা ও সচেতনতা আমাদের সুস্থ রাখতে কতটা গুরুত্বপূর্ণ। আর সেই রাত থেকে খোকা নিশ্চিন্তে ঘুমাতে লাগল, কোনো মশার কামড়ের ভয় ছাড়াই।