বনের রাজা সিংহ মামা
হাতি মস্ত বড়
শেয়াল পন্ডিত হুক্কাহুয়া
সবাই জড়সড়।
ভাষণ দিল সবার মাঝে
একটু মাথা ঘামাও!
কে বলেছে বনের রাজা
সিংহকে ওই থামাও?
শেয়ালের কথা মন্দ নয়
সবাই বলল ঠিক;
হৈ হুল্লোড় বাড়তে লাগল
বনের চারিদিক।
এমন দৃশ্যে সিংহ মামার
গায়ে এলো জ্বর
গর্জে উঠে ভেঙে দিল
সবার বাড়িঘর।