বইছে নদী কলকলিয়ে
আঁকাবাঁকা পথে,
জলের নূপুর মিষ্টি দুপুর
চলছে জয়রথে।
মাঠ পেরিয়ে আপনমনে
গেয়ে খুশির গান,
চলার পথে যায় হারিয়ে
নেইকো পিছুটান।
দুই কূলে তার ফসল ফলে
দেয় বিলিয়ে জল,
ঢেউয়ের তালে যায় এগিয়ে
ছন্দ কলকল।
বইছে নদী কলকলিয়ে
আঁকাবাঁকা পথে,
জলের নূপুর মিষ্টি দুপুর
চলছে জয়রথে।
মাঠ পেরিয়ে আপনমনে
গেয়ে খুশির গান,
চলার পথে যায় হারিয়ে
নেইকো পিছুটান।
দুই কূলে তার ফসল ফলে
দেয় বিলিয়ে জল,
ঢেউয়ের তালে যায় এগিয়ে
ছন্দ কলকল।