স্নিগ্ধ বায়ুর ধবল শোভায়
রাতে জোনাক জ্বলে,
শোর কলরব গানের মাতম
ঝিঁঝিঁ পোকার দলে।
চাঁদের গায়ে জোছনামাখা
আলো রাশি রাশি,
ভূমিতে তার ঢেউয়ের নাচন
কী অপরূপ হাসি!
দু’হাত মেলে কচি খোকা
মায়ের আঁচল ধরে,
চাঁদ কি তোমার সত্যি মামা
জানতে প্রশ্ন করে?
মায়ের জবাব চাঁদ মামাকে
মামা বলেই থাকি,
ছোট্ট থেকে আমিও তাকে
মামা বলে ডাকি!
চাঁদ যদি হয় মায়ের মামা
আমার কেমন করে?
প্রশ্নগুলো খোকন সোনার
জোছনা হয়ে ঝরে।
আম্মু যাকে মামা ডাকে
সে তো আমার নানা,
উত্তরটি দাও তোমরা কেহ
থাকলে কারও জানা?