আম্মু তুমি ছোট্ট ছিলে?
খেতে কি দুধ-কলা?
দুষ্টুমিতে এদিক-ওদিক
হতো ছুটে চলা?
তখন বলো তুমিও কি
পড়তে বলো বই?
ছবি দেখে বলতে কি মা
এসব আছে কই?
এখন তুমি কত্ত বড়-
গল্প-ছড়া লেখো;
আমিও চাই- তোমার মতো
লেখক হবো, দেখো!
আম্মু তুমি ছোট্ট ছিলে?
খেতে কি দুধ-কলা?
দুষ্টুমিতে এদিক-ওদিক
হতো ছুটে চলা?
তখন বলো তুমিও কি
পড়তে বলো বই?
ছবি দেখে বলতে কি মা
এসব আছে কই?
এখন তুমি কত্ত বড়-
গল্প-ছড়া লেখো;
আমিও চাই- তোমার মতো
লেখক হবো, দেখো!