আমার ছোট বোন আছে তার
ফুলের নামে নাম,
বোনের কথা লিখব বলে
খাতাটি খুললাম।
বোনটি যেন চাঁদের পাশে
তারা ঝলমল,
হাসি দেখে মন আমার হয়
খুশিতে টলমল!
নেই ইশকুল সকাল বিকাল
দোলনাতে খায় দোল,
আমার খেলনা দখল করে
লুকায় মায়ের কোল!
খাতা কলম রংপেনসিল
তার দখলে সব,
আদর মাখা তার সীমানা
দুরন্ত শৈশব!