২২ আগস্ট, ২০১৯ ২০:৩৩

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৩ জন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৩ জন

বগুড়ায় ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কমতে শুরু করেছে। বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১২ জন জেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মোট ৮৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বগুড়া জেলা সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, বৃহস্পতিবার বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে ৮৩ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৬৮ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৫জন, শেরপুর উপজেলায় ৪ জন, সিটি ক্লিনিকে ১ জন, টিএমএসএস হাসপাতালে ৫ জন চিকিৎসা নিচ্ছে। বগুড়ায় ডেঙ্গু রোগের প্রকোপ কমতে শুরু করেছে।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর