১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:১৭

খুলনায় ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় মো. খবিরুদ্দিন নামে ৫০ বছরের এক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইফনিট (আইসিইউ)'তে মারা যান। তার বাড়ি যশোরের অভয়নগর এলাকায়। 

জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হলে রবিবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

এর আগে, রবিবার রাতে রাফিত নামে আট মাসের এক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রাফিত যশোরের মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে। 

চিকিৎসকরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাফিত রবিবার বিকাল ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাত ৯টায় আইসিইউ'তে নেওয়া হয়। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়। ডেঙ্গু শক সিন্ড্রোমের ফলে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর