২০ সেপ্টেম্বর, ২০১৯ ২২:১৭

শেরে-ই বাংলা মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

শেরে-ই বাংলা মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৯টায় পারভীন বেগম (৩৫) নামে ঐ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে। তার স্বামীর নাম মো. ফায়জুল হক। 

শেরে-ই বাংলা মেডিকেলে পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ৪/৫ দিন আগে পারভীন বেগমের জ্বর হয়। তারা সময় ক্ষেপণ করায় রোগীর অবস্থা খারাপ হয়। শুক্রবার দুপুর দেড়টায় তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ নিয়ে শেরে-ই বাংলা মেডিকেলে মোট ৯জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ২১ জন। একই সময়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ২৩ জন। আজ শুক্রবার চিকিৎসাধীন ছিল ৮০ জন রোগী। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৬৩জন। মারা গেছে ৯ জন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর