১০ অক্টোবর, ২০১৯ ১০:৫৩

সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯৩

অনলাইন ডেস্ক

সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯৩

সরকারি হিসাবে এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু সন্দেহে ২৪২টি মৃত রোগীর তথ্য এসেছে। এর মধ্যে ১৫১টি মৃত্যু পর্যালোচনা করে ৯৩টি ডেঙ্গুজনিত মৃত্যু বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কনট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি ডেঙ্গু সন্দেহে ২৪২ জনের মৃত্যুর ১৩৬টি কারণ রিভিউ করে ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল।

বিডি-প্রতিদিন/মাহবুব 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর