উড ওয়ার্কিং শিল্পের ব্যতিক্রমী এক বাংলাদেশি উদ্যোক্তা মো. নইমুল হোসেন খান। গত দুই দশক ধরে এই শিল্পের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন তিনি। ফার্নিচার শিল্পকে প্রযুক্তি নির্ভর করা, এই খাত সংশ্লিষ্টদের প্রশিক্ষিত করাসহ এই শিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করছেন।
১৯৯৯ সালে তার হাতে গড়া প্রতিষ্ঠান উড টেক সলিউশন কাঠের তৈরি আসবাবপত্র ও দরজা প্রস্তুতকারকদের কারিগরি সমস্যার সমাধানে সহায়তা করে। একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ফ্যাক্টরির ডিজাইন করা, মেশিনারীজের লেআউট প্ল্যান তৈরি করা, প্রয়োজনীয় মেশিনারীজ দেয়া, ট্রেনিং দিয়ে দক্ষ লোকবল তৈরি করা ও আফটার সেলস সার্ভিস দেয়া নিয়ে কাজ করছে ফার্নিচার শিল্পের এই ফ্রন্ট লাইনার।
বাংলাদেশে ফার্নিচার শিল্পের উন্নয়ন শুরু হয় ১৯৯৯ সাল থেকে। তখন থেকেই বিদেশী একটি এনজিও দেশের ফার্নিচার শিল্প উন্নয়নে প্রজেক্ট শুরু করে। তারা নইমুল হোসেন খানকে পার্টনার হিসেবে যুক্ত করে। বাংলাদেশের আনাচে-কানাচে গিয়ে হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য শত শত ফ্যাক্টরিতে তিনি বছরের পর বছর প্রোডাকশন ও ট্রেনিংয়ের কাজ করেন। পরবর্তীতে গড়ে তোলেন উড ওয়ার্কিং টেকনোলজি সলিউশন দেয়ার জন্য উড টেক সলিউশন নামক প্রতিষ্ঠান।
ইতোমধ্যে উড টেক সলিউশন ছোট ফ্যাক্টরিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং ডেভেলপমেন্টের জন্য কাজ শুরু করেছে। অঞ্চল ভিত্তিক ১০০টি করে ফ্যাক্টরি নির্বাচনের মাধ্যমে এই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর