স্মার্টফোনের স্মার্ট দুনিয়া বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সুযোগ তৈরি করছে। এর মধ্যে, স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার সুযোগকে কাজে লাগিয়ে আজকাল অনেকেই রাতারাতি তারকা বনে যাচ্ছেন। চলতি ট্রেন্ডকে মাথায় রেখে কনটেন্ট বানিয়ে হয়ে উঠছেন কী অপিনিয়ন লিডার (কেওএল) বা ইনফ্লুয়েন্সার। এসব ইনফ্লুয়েন্সারদের অনেকেরই ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। ইনফ্লুয়েন্সারদের প্রতিভার শক্তিকে কাজে লাগিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখন বেশ জনপ্রিয় মার্কেটিং কৌশল। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী চলতি বছর ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন্ডাস্ট্রি প্রায় ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হবে।
পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিভা প্রকাশের এসব অ্যাপে বেশ সক্রিয়। সম্প্রতি, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনপ্রিয় শর্ট-ভিডিও তৈরি ও শেয়ারের অ্যাপ লাইকি তিন জন নারী কেওএল-কে তাদের প্ল্যাটফর্মে ইনফ্লুয়েন্সার হিসেবে অবদান রাখার জন্য ও অন্যদেরকে নিজেদের সুপ্ত প্রতিভা প্রকাশে অনুপ্রাণিত করার জন্য স্বীকৃতি প্রদান করেছে। এই তিন কেওএল হচ্ছেন – বর্ষা, আফসানা মিম ও সূচনা ইসলাম। তারা জানালেন নারী কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের পথচলার গল্প।
ছবি তোলা আর ভিডিও বানানোর প্রতি বরাবরই আগ্রহ ছিলো বর্ষার। লকডাউনের দিনগুলোতে ঘরে বসে কিছু করার চিন্তা থেকেই লাইকিতে তিনি যাত্রা শুরু করেন। মূলত হাসির ভিডিও তৈরি করেন এই কনটেন্ট ক্রিয়েটর। তরুণ প্রজন্মের অনেকেই যখন মানসিক বিষণ্ণতায় ভুগছেন, তখন বর্ষার ভিডিও সবাইকে কিছুটা হলেও আনন্দ দিবে এমনটাই তার প্রত্যাশা। আর শখের বশে লাইকি অ্যাপে ভিডিও বানানো শুরু করেন আফসানা ও সূচনা। আফসানা সবরকম ভিডিও বানালেও হাস্যরসাত্মক ভিডিও বানানোর বেশি চেষ্টা করেন। অপরদিকে, লিপ সিংক আর রান্নার ভিডিও বেশি তৈরি করেন সূচনা। তিনি যেহেতু হিজাব পড়েন, তাই ফলোয়ারদের অনুরোধে প্রতি মাসে হিজাব টিউটোরিয়াল দেয়ার চেষ্টা করেন। এভাবে, বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় ভিডিও তৈরিতে গুরুত্ব দিয়ে থাকেন এই ইনফ্লুয়েন্সার।
এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য যেখানে ‘ব্রেক দ্য বায়াস’, সেখানে তিনজনই সমাজের পক্ষপাতিত্বের ফলে কনটেন্ট তৈরিতে তাদের চ্যালেঞ্জের কথা জানালেন। ছেলে হলে ঘরের বাইরে যেকোনো জায়গায়, যেকোনো ধরনের ভিডিও বানানো যায়। কিন্তু, নারী হলে একই ধরনের ভিডিও বানাতে সম্মুখীন হতে হয় নানা রকম মন্তব্যের। আবার শুধুমাত্র নারী হওয়ার কারণেই অনেকে মানা করেন ভিডিও বানাতে। সমাজের এই লৈঙ্গিক পক্ষপাতিত্ব ভেঙে এগিয়ে যাওয়ার ব্যাপারে বর্ষা উল্লেখ করেন যে, পরিবারের সমর্থন আর নিজের লক্ষ্যে অটুট থাকলে এসব বাধা সহজেই অতিক্রম করা যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ