কাঠামোগত সমস্যা মোকাবিলায় ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছে জার্মানিভিত্তিক বিশ্বখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন।
কোম্পানিটির জানিয়েছে, বিগত এক দশক ধরে কাঠামোগত সমস্যার মুখোমুখি হওয়ার পর কোম্পানি ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কর্মীদের বেতন হ্রাসের কথাও বলা হয়েছে।
সপ্তাহখানেক আগে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, জার্মানির তিনটি কারখানা লে-অফ করা হবে।
রবিবার ভক্সওয়াগনের প্রধান নির্বাহীর বরাত দিয়ে এ খবর জানায় যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, সানডে পেপারের সঙ্গে সাক্ষাৎকারে ভক্সওয়াগনের প্রধান নির্বাহী অলিভার ব্লুম বলেছেন, দশকের মধ্যে কাঠামোগত সমস্যার মুখোমুখি হওয়ায় ভক্সওয়াগন ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এখান থেকে কোম্পানির আর সরে আসার উপায় নেয়।
সাক্ষাৎকারে অলিভার ব্লুম বলেন, ইউরোপে চাহিদা কমে আসা ও চীনের বাজার থেকে আয় কমে যাওয়ায় ভক্সওয়াগন এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
শুধু তাই-ই নয়, কোম্পানিটি কর্মীদের বেতন ১০ শতাংশ হ্রাসের বিষয়ে নিশ্চিত কিছু না জানালেও বুধবার কর্মীদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছে, কোম্পানি টিকে থাকার জন্য এবং চাকরি টিকিয়ে রাখতে ১০ শতাংশ বেতন হ্রাস করতে চাইছে।
দ্য সানডে পেপার অনুযায়ী, ভক্সওয়াগনের সম্পদের পরিমাণ নয় মিলিয়ন ইউরো (৯শ ৭৫.০৬ মিলিয়ন মার্কিন ডলার)। জার্মানিতে মোট তিন লাখ কর্মী কোম্পানিতে কর্মরত রয়েছেন।
বিডি প্রতিদিন/ইই