আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণ পর্যালোচনা করছে ভারতের ব্যাংকগুলো। সেই সঙ্গে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে ভারতের আটটি ব্যাংক।
স্টেট ব্যাংক থেকে শুরু করে ভারতের সাতটি ব্যাংক আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোকে নতুন ঋণ দেওয়ার আগে সবদিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
এই ব্যাংকগুলো হলো ব্যাংক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কানাড়া ব্যাংক, আইডিবিআই ব্যাংক ও আরবিএল ব্যাংক।
যুক্তরাষ্ট্রে গৌতম আদানি ও তাঁর ভাতিজার বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর মুডিজ ও ফিচের মতো আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা আদানি গোষ্ঠীর একাধিক কোম্পানির ঋণমান হ্রাস করেছে। ফলে বাজার থেকে তাদের পুঁজি সংগ্রহ করা কঠিন হয়েছে। সেই সঙ্গে যুক্ত হলো এবার আটটি ব্যাংক।
এই ব্যাংকগুলোর মধ্যে আদানি গোষ্ঠীকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে এসবিআই ব্যাংক। তারা আদানি গোষ্ঠীকে মোট ৩৩ হাজার ৮০০ কোটি রুপি ঋণ দিয়েছে। তারা অবশ্য বলেছে, আদানি গোষ্ঠীর যেসব প্রকল্প শেষের দিকে, সেসব প্রকল্পে ঋণ দেওয়া বন্ধ হবে না। তারা বলেছে, নতুন ঋণ দেওয়ার সময় সব শর্ত যে ঠিকঠাক পরিপালন হচ্ছে, সেটা নিশ্চিত করার চেষ্টা থাকবে।
ইকোনমিক টাইমসের সংবাদে ব্যাংকগুলোর সূত্রে বলা হয়েছে, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোকে ঋণ দেওয়া হবে না, তা নয়। বরং ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা আরও সতর্ক হবে।