ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের মাঠে শহিদুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবহৃত ডিসকোভারি মোটরসাইকেলটি নিয়ে যান তারা।
আজ রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শহিদুল ইসলাম একই উপজেলার গুড়দা গ্রামের নবিছদ্দিনের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, সন্ধ্যায় মহেশপুরের গুড়দা বাজার থেকে যাত্রীবেশে দুই দুর্বৃত্ত শহিদুলের মোটরসাইকেল ভাড়া নেয়।
রাত ৮টার দিকে তারা একই উপজেলার অনন্তপুর গ্রামের মাঠে পৌঁছালে চালক শহিদুলকে গলাকেটে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে যান। লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা হয়েছে পুলিশ।
শহিদুলের মোটরসাইকেলটি নেওয়ার জন্যই তাকে গলাকেটে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি হত্যা মামলা করা হবে।