মাঘের শীত বাঘের গায় এই প্রবচনকে সার্থক করে মাসের প্রথম দিনেই দেশের উত্তর ও দক্ষিণে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত শনিবার রংপুরের তেঁতুলিয়া ও রাজারহাটে তাপমাত্রা নেমে আসে ৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানীর পড়শি টাঙ্গাইলেও তাপমাত্রা নেমে এসেছিল ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। একদিকে শীত অন্যদিকে কুয়াশায় জনজীবনে নেমে আসে অসহনীয় ভোগান্তি। শীত বাড়ার সঙ্গে সারা দেশে শীতজনিত অসুখ-বিসুখের বিস্তার হাজার হাজার মানুষের কষ্ট বাড়িয়েছে। শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর কোনো কোনো এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে। বিশেষ করে দরিদ্রজনদের জন্য শৈত্যপ্রবাহ সীমাহীন দুর্ভোগ বয়ে এনেছে। শীতের কারণে হাজার হাজার শিশু ফুসফুস ও শাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছে। বৃদ্ধদের জন্যও প্রচণ্ড শীত কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে শনিবার সকালে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হলেও দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা ছিল আরও কম। শীত ও কুয়াশায় দিনমজুরসহ সাধারণ শ্রমিকদের অনেককেই বেকার হয়ে ঘরে অবস্থান করতে হয়েছে। কুয়াশায় ফেরি যোগাযোগ বিঘ্নিত হয়েছে। নৌযান চলাচলেও সৃষ্টি হচ্ছে বাধাবিঘ্ন। সড়কপথেও বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। শীত শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেছে সারা দেশে। শৈত্যপ্রবাহ দেশের গরিব মানুষের জন্য অবর্ণনীয় দুর্ভোগ বয়ে এনেছে। শীত নিবারণের পোশাক ও কাঁথা কম্বলের অভাব তাদের জীবনকে অসহনীয় করে তুলছে। এ সময় দেশের সম্পন্ন মানুষের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। সরকারিভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলেও সন্দেহ নেই গরিবদের এক ক্ষুদ্র অংশের প্রয়োজন মিটাতে তা সাহায্য করছে। সমাজের অবস্থাপন্ন মানুষ এ ব্যাপারে হাত বাড়ালে তা শীত নিবারণে সহায়ক হবে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শীতে যেসব ক্ষেত্রে অভাবী মানুষদের কর্মসংস্থানের সুযোগ বন্ধ হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়াতে সবারই এগিয়ে আসা উচিত। মানুষ মানুষের জন্য। শীত আমাদের মানবিকতার দুয়ার খুলে দিলে তা গরিব মানুষদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
দেশজুড়ে শৈত্যপ্রবাহ
গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর