মামলার বোঝায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের বিচারব্যবস্থা। দেশের আদালতগুলোয় এখন ঝুলে থাকা মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। মামলা নিষ্পত্তিতে সরকার ও দেশের বিচারব্যবস্থার কর্ণধারদের সদিচ্ছার অভাব না থাকলেও নানা সীমাবদ্ধতায় আদালতগুলোয় মামলার সংখ্যা বাড়ছে। বিদায়ী ২০১৮ সালেই মামলাজটের তালিকায় যুক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ২৫০টি। অথচ আগের বছরের তুলনায় ২০১৮ সালে সারা দেশে মামলা নিষ্পত্তির হার ছিল তুলনামূলক বেশি। তবে মামলা অন্য বছরের তুলনায় বেশি হওয়ায় জটও বেড়েছে। সুপ্রিম কোর্টের তথ্যানুযায়ী, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগ ও হাই কোর্টে বিচারাধীন মামলা ৫ লাখ ৩৭ হাজার ৯৪টি। এর মধ্যে আপিল বিভাগে ২০ হাজার ৪৪২ ও হাই কোর্টে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি মামলা বিচারাধীন। ২০১৭ সালের শেষ দিন পর্যন্ত আপিল বিভাগে ১৬ হাজার ৫৬৫ ও হাই কোর্টে ৪ লাখ ৭৬ হাজার ৭৫০টি মামলা বিচারাধীন ছিল। বিচারকস্বল্পতাসহ নানা কারণে গত বছর উচ্চ আদালতে ৪৩ হাজার ৭৭৯ মামলার জট বেড়েছে। এদিকে নিম্ন আদালতে অর্থাৎ জেলা ও দায়রা জজসহ সব ধরনের ট্রাইব্যুনালে গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৩ লাখ ২১ হাজার ৩৮ ও ফৌজদারি ১৭ লাখ ১১ হাজার ৬১৮টি। পরিসংখ্যান অনুযায়ী নিম্ন আদালতে গত বছরই মামলাজট বেড়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭১টি। মামলাজট দেশবাসীর ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করছে। বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর বলে বিবেচিত। সে অবস্থার শিকার হচ্ছে দেশের মানুষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা, রমনার বটমূলের বোমা হামলা, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মতো শীর্ষ গুরুত্বের মামলাগুলোও ঝুলে আছে বছরের পর বছর। বিচারকস্বল্পতা ও আইনজীবীদের একাংশের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধতার অভাব থাকায় মামলাজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকার ও দেশের বিচারব্যবস্থাকে এখনই সক্রিয় হতে হবে। সংকটের অবসানে নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫ : আল-জাজিরা
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
ভয়াবহ মামলাজট
সমস্যার সমাধানে উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর