মামলার বোঝায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের বিচারব্যবস্থা। দেশের আদালতগুলোয় এখন ঝুলে থাকা মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। মামলা নিষ্পত্তিতে সরকার ও দেশের বিচারব্যবস্থার কর্ণধারদের সদিচ্ছার অভাব না থাকলেও নানা সীমাবদ্ধতায় আদালতগুলোয় মামলার সংখ্যা বাড়ছে। বিদায়ী ২০১৮ সালেই মামলাজটের তালিকায় যুক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ২৫০টি। অথচ আগের বছরের তুলনায় ২০১৮ সালে সারা দেশে মামলা নিষ্পত্তির হার ছিল তুলনামূলক বেশি। তবে মামলা অন্য বছরের তুলনায় বেশি হওয়ায় জটও বেড়েছে। সুপ্রিম কোর্টের তথ্যানুযায়ী, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগ ও হাই কোর্টে বিচারাধীন মামলা ৫ লাখ ৩৭ হাজার ৯৪টি। এর মধ্যে আপিল বিভাগে ২০ হাজার ৪৪২ ও হাই কোর্টে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি মামলা বিচারাধীন। ২০১৭ সালের শেষ দিন পর্যন্ত আপিল বিভাগে ১৬ হাজার ৫৬৫ ও হাই কোর্টে ৪ লাখ ৭৬ হাজার ৭৫০টি মামলা বিচারাধীন ছিল। বিচারকস্বল্পতাসহ নানা কারণে গত বছর উচ্চ আদালতে ৪৩ হাজার ৭৭৯ মামলার জট বেড়েছে। এদিকে নিম্ন আদালতে অর্থাৎ জেলা ও দায়রা জজসহ সব ধরনের ট্রাইব্যুনালে গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৩ লাখ ২১ হাজার ৩৮ ও ফৌজদারি ১৭ লাখ ১১ হাজার ৬১৮টি। পরিসংখ্যান অনুযায়ী নিম্ন আদালতে গত বছরই মামলাজট বেড়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭১টি। মামলাজট দেশবাসীর ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করছে। বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর বলে বিবেচিত। সে অবস্থার শিকার হচ্ছে দেশের মানুষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা, রমনার বটমূলের বোমা হামলা, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মতো শীর্ষ গুরুত্বের মামলাগুলোও ঝুলে আছে বছরের পর বছর। বিচারকস্বল্পতা ও আইনজীবীদের একাংশের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধতার অভাব থাকায় মামলাজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকার ও দেশের বিচারব্যবস্থাকে এখনই সক্রিয় হতে হবে। সংকটের অবসানে নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব