মামলার বোঝায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের বিচারব্যবস্থা। দেশের আদালতগুলোয় এখন ঝুলে থাকা মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। মামলা নিষ্পত্তিতে সরকার ও দেশের বিচারব্যবস্থার কর্ণধারদের সদিচ্ছার অভাব না থাকলেও নানা সীমাবদ্ধতায় আদালতগুলোয় মামলার সংখ্যা বাড়ছে। বিদায়ী ২০১৮ সালেই মামলাজটের তালিকায় যুক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ২৫০টি। অথচ আগের বছরের তুলনায় ২০১৮ সালে সারা দেশে মামলা নিষ্পত্তির হার ছিল তুলনামূলক বেশি। তবে মামলা অন্য বছরের তুলনায় বেশি হওয়ায় জটও বেড়েছে। সুপ্রিম কোর্টের তথ্যানুযায়ী, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগ ও হাই কোর্টে বিচারাধীন মামলা ৫ লাখ ৩৭ হাজার ৯৪টি। এর মধ্যে আপিল বিভাগে ২০ হাজার ৪৪২ ও হাই কোর্টে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি মামলা বিচারাধীন। ২০১৭ সালের শেষ দিন পর্যন্ত আপিল বিভাগে ১৬ হাজার ৫৬৫ ও হাই কোর্টে ৪ লাখ ৭৬ হাজার ৭৫০টি মামলা বিচারাধীন ছিল। বিচারকস্বল্পতাসহ নানা কারণে গত বছর উচ্চ আদালতে ৪৩ হাজার ৭৭৯ মামলার জট বেড়েছে। এদিকে নিম্ন আদালতে অর্থাৎ জেলা ও দায়রা জজসহ সব ধরনের ট্রাইব্যুনালে গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৩ লাখ ২১ হাজার ৩৮ ও ফৌজদারি ১৭ লাখ ১১ হাজার ৬১৮টি। পরিসংখ্যান অনুযায়ী নিম্ন আদালতে গত বছরই মামলাজট বেড়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭১টি। মামলাজট দেশবাসীর ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করছে। বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর বলে বিবেচিত। সে অবস্থার শিকার হচ্ছে দেশের মানুষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা, রমনার বটমূলের বোমা হামলা, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মতো শীর্ষ গুরুত্বের মামলাগুলোও ঝুলে আছে বছরের পর বছর। বিচারকস্বল্পতা ও আইনজীবীদের একাংশের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধতার অভাব থাকায় মামলাজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকার ও দেশের বিচারব্যবস্থাকে এখনই সক্রিয় হতে হবে। সংকটের অবসানে নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
ভয়াবহ মামলাজট
সমস্যার সমাধানে উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম