মামলার বোঝায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের বিচারব্যবস্থা। দেশের আদালতগুলোয় এখন ঝুলে থাকা মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। মামলা নিষ্পত্তিতে সরকার ও দেশের বিচারব্যবস্থার কর্ণধারদের সদিচ্ছার অভাব না থাকলেও নানা সীমাবদ্ধতায় আদালতগুলোয় মামলার সংখ্যা বাড়ছে। বিদায়ী ২০১৮ সালেই মামলাজটের তালিকায় যুক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ২৫০টি। অথচ আগের বছরের তুলনায় ২০১৮ সালে সারা দেশে মামলা নিষ্পত্তির হার ছিল তুলনামূলক বেশি। তবে মামলা অন্য বছরের তুলনায় বেশি হওয়ায় জটও বেড়েছে। সুপ্রিম কোর্টের তথ্যানুযায়ী, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগ ও হাই কোর্টে বিচারাধীন মামলা ৫ লাখ ৩৭ হাজার ৯৪টি। এর মধ্যে আপিল বিভাগে ২০ হাজার ৪৪২ ও হাই কোর্টে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি মামলা বিচারাধীন। ২০১৭ সালের শেষ দিন পর্যন্ত আপিল বিভাগে ১৬ হাজার ৫৬৫ ও হাই কোর্টে ৪ লাখ ৭৬ হাজার ৭৫০টি মামলা বিচারাধীন ছিল। বিচারকস্বল্পতাসহ নানা কারণে গত বছর উচ্চ আদালতে ৪৩ হাজার ৭৭৯ মামলার জট বেড়েছে। এদিকে নিম্ন আদালতে অর্থাৎ জেলা ও দায়রা জজসহ সব ধরনের ট্রাইব্যুনালে গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৩ লাখ ২১ হাজার ৩৮ ও ফৌজদারি ১৭ লাখ ১১ হাজার ৬১৮টি। পরিসংখ্যান অনুযায়ী নিম্ন আদালতে গত বছরই মামলাজট বেড়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭১টি। মামলাজট দেশবাসীর ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করছে। বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর বলে বিবেচিত। সে অবস্থার শিকার হচ্ছে দেশের মানুষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা, রমনার বটমূলের বোমা হামলা, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মতো শীর্ষ গুরুত্বের মামলাগুলোও ঝুলে আছে বছরের পর বছর। বিচারকস্বল্পতা ও আইনজীবীদের একাংশের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধতার অভাব থাকায় মামলাজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকার ও দেশের বিচারব্যবস্থাকে এখনই সক্রিয় হতে হবে। সংকটের অবসানে নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক