রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ১১টি দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের দ্বার চলতি মাসেই উন্মোচন হতে যাচ্ছে। মু্িক্তযুদ্ধের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চে সম্পাদন হবে দ্বার খোলার চুক্তি। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ১১টি দেশের জোট কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের সঙ্গে সরাসরি বাণিজ্য করার উদ্দেশ্যে ইউরেশিয়ান কাস্টমসে ঢোকার এ চুক্তির ফলে জোটভুক্ত দেশগুলোয় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির দ্বার উন্মোচন হবে। উল্লেখ্য, চীনের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। আর বিশ্বের অন্যতম বৃহৎ পোশাকের বাজার রাশিয়া। আনুমানিক ২৩-৩০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাকের বাজার রয়েছে দেশটিতে। রাশিয়ার মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ১১ দেশের জোট কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের বাজারে প্রবেশের সুযোগ থাকবে বাংলাদেশের। প্রায় ১৪ হাজার কোটি ডলারের রপ্তানি বাজার রয়েছে ওই দেশগুলোয়। সুযোগ রয়েছে আরমেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তানকে নিয়ে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান কাস্টমস ইউনিয়নেও রপ্তানি সম্প্রসারণের। রাশিয়া যেহেতু ইউরেশিয়ান কাস্টমস ইউনিয়নের নেতৃস্থানীয় সদস্য, সেহেতু বাংলাদেশ ওই বন্ধু দেশের নেতৃত্বে কাস্টমস ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে ব্যাংকিং লেনদেনসহ সরাসরি বাণিজ্য পরিচালনার উদ্দেশ্যে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। এ চুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে রাশিয়াও। প্রথম পর্যায়ের সমঝোতা চুক্তিতে উপনীত হবে দুটি দেশ। রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকিং লেনদেনের সুযোগ না থাকা বাধা হিসেবে কাজ করে। দ্বৈতকরও বাণিজ্য সম্প্রসারণে বাধা হয়ে দেখা দেয়। ২০১৭ সালে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ১৬০ কোটি ডলারের। দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বাধাগুলো অপসারণ হলে বাণিজ্যের পরিসর বিপুলভাবে বৃদ্ধি পাবে। তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি, পাট ও চামড়াজাত পণ্যের যে বিশাল বাজার রয়েছে সাবেক সোভিয়েত দেশগুলোয় তা উন্মোচন হলে বাংলাদেশ বিপুলভাবে লাভবান হবে।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
রাশিয়ার সঙ্গে চুক্তি
উন্মোচন হবে সম্ভাবনার দ্বার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর