ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার সকালে আগুন লেগে তিন রোগীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে হাসপাতাল পরিচালকের বরাত দিয়ে বলা হয়েছে, অগ্নিদগ্ধ হয়ে নয়, আইসিইউ থেকে স্থানান্তরের সময় তারা মারা গেছেন। তবে সংশ্লিষ্ট রোগীর স্বজনদের অভিযোগ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী আইসিইউতে ১২ নম্বর বেডে চিকিৎসাধীন একজন রোগীর স্বজন পানি গরম করার সময় শর্টসার্কিটে স্পার্ক করলে আতঙ্কিত হয়ে যেনতেনভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। আর তাতে পানির পাত্রে আঘাত লেগে আগুনের বিস্তৃতি ঘটায়। মুহূর্তে পুরো আইসিইউ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আতঙ্কিত হয়ে রোগীর স্বজনরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। ওয়ার্ডবয় ও কর্তব্যরত নার্সেরা যে যেভাবে পারেন রোগীদের নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধোঁয়া থেকে বাঁচতে তারা দুই দিকের জানালার কাচ ভেঙে ফেলেন। একজন ছাড়া সব রোগীকে তারা বের করতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আটকেপড়া একজনকে উদ্ধার করেন। ঘটনার সময় সেখানে তিনজন চিকিৎসক, আটজন নার্স ও চারজন ওয়ার্ডবয় দায়িত্বে ছিলেন। আইসিইউর ৯ নম্বর বেডে ভর্তি ছিলেন যে রোগী, আগুনের ঘটনায় তাকে অন্য আইসিইউতে স্থানান্তরের সময় মৃত্যু হয়। তার স্বজনদের অভিযোগ, তিনি মারা গেছেন ধোঁয়ায় দম বন্ধ হয়ে। অন্য দুজনও মারা গেছেন আইসিইউ থেকে অপসারণের সময়। উল্লেখ্য, গত বছরের ২৭ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে অগ্নিকান্ড ও অগ্নিনির্বাপণে হাসপাতাল কর্মীদের গাফিলতির তথ্য উঠে আসে। আমরা আশা করব এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘটনার যথাযথ তদন্ত শুধু নয়, রোগীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
হাসপাতালে আগুন
রোগীদের নিরাপত্তা নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
