ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার সকালে আগুন লেগে তিন রোগীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে হাসপাতাল পরিচালকের বরাত দিয়ে বলা হয়েছে, অগ্নিদগ্ধ হয়ে নয়, আইসিইউ থেকে স্থানান্তরের সময় তারা মারা গেছেন। তবে সংশ্লিষ্ট রোগীর স্বজনদের অভিযোগ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী আইসিইউতে ১২ নম্বর বেডে চিকিৎসাধীন একজন রোগীর স্বজন পানি গরম করার সময় শর্টসার্কিটে স্পার্ক করলে আতঙ্কিত হয়ে যেনতেনভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। আর তাতে পানির পাত্রে আঘাত লেগে আগুনের বিস্তৃতি ঘটায়। মুহূর্তে পুরো আইসিইউ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। আতঙ্কিত হয়ে রোগীর স্বজনরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। ওয়ার্ডবয় ও কর্তব্যরত নার্সেরা যে যেভাবে পারেন রোগীদের নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধোঁয়া থেকে বাঁচতে তারা দুই দিকের জানালার কাচ ভেঙে ফেলেন। একজন ছাড়া সব রোগীকে তারা বের করতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আটকেপড়া একজনকে উদ্ধার করেন। ঘটনার সময় সেখানে তিনজন চিকিৎসক, আটজন নার্স ও চারজন ওয়ার্ডবয় দায়িত্বে ছিলেন। আইসিইউর ৯ নম্বর বেডে ভর্তি ছিলেন যে রোগী, আগুনের ঘটনায় তাকে অন্য আইসিইউতে স্থানান্তরের সময় মৃত্যু হয়। তার স্বজনদের অভিযোগ, তিনি মারা গেছেন ধোঁয়ায় দম বন্ধ হয়ে। অন্য দুজনও মারা গেছেন আইসিইউ থেকে অপসারণের সময়। উল্লেখ্য, গত বছরের ২৭ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে অগ্নিকান্ড ও অগ্নিনির্বাপণে হাসপাতাল কর্মীদের গাফিলতির তথ্য উঠে আসে। আমরা আশা করব এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘটনার যথাযথ তদন্ত শুধু নয়, রোগীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল