দেশের সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমন চলাচল একাধিকবার বন্ধ ঘোষণার পরও দেশের সব মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যান। সরকারি সিদ্ধান্তের ছয় বছর পেরিয়ে গেলেও অবৈধ যানবাহন নির্বিঘ্নে চলছে। ফলে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও মৃত্যু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন ও হাইওয়ে পুলিশের নির্লিপ্ততা এবং কার্যকর তদারকির অভাবে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এর সঙ্গে যুক্ত রয়েছে রাজনৈতিক সম্পৃক্ততা। সড়কে নিয়মিত চাঁদা দিয়েই চলছে এসব ঝুঁকিপূর্ণ যান। স্মর্তব্য, মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ২০১৫ সালের ১ আগস্ট থেকে থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে মহাসড়কে থ্রি-হুইলারের জন্য আলাদা লেন চিহ্নিত করে দেওয়া হবে। সরকারিভাবে ২২টি মহাসড়কে থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা, করিমন, নসিমন চলাচল নিষিদ্ধ ঘোষণার পর কয়েক দিন পুলিশি তৎপরতায় ওইসব যান বন্ধ থাকে। দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনার সংখ্যাও বেশ হ্রাস পায়। তবে তারপর সবকিছু আগের অবস্থায় ফিরে যায়। যারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তারা উৎকোচের কাছে বিক্রি হয়ে যাওয়ায় সবকিছু দেখেও না দেখার ভান করা শুরু হয়। এমনকি খোদ রাজধানীতেও বিভিন্ন সড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। পুলিশের নাকের ডগায় এগুলো চলাচল করলেও তারা নিস্পৃহ ভূমিকা পালন করছে। দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ ও অন্যদের মধ্যে যে সততার সংকট বিরাজ করছে তার অবসান ঘটাতে হবে। তা সম্ভব হলে বন্ধ হবে অবৈধ যানবাহনের দাপট।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা