দেশের সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমন চলাচল একাধিকবার বন্ধ ঘোষণার পরও দেশের সব মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যান। সরকারি সিদ্ধান্তের ছয় বছর পেরিয়ে গেলেও অবৈধ যানবাহন নির্বিঘ্নে চলছে। ফলে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও মৃত্যু উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন ও হাইওয়ে পুলিশের নির্লিপ্ততা এবং কার্যকর তদারকির অভাবে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এর সঙ্গে যুক্ত রয়েছে রাজনৈতিক সম্পৃক্ততা। সড়কে নিয়মিত চাঁদা দিয়েই চলছে এসব ঝুঁকিপূর্ণ যান। স্মর্তব্য, মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ২০১৫ সালের ১ আগস্ট থেকে থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে মহাসড়কে থ্রি-হুইলারের জন্য আলাদা লেন চিহ্নিত করে দেওয়া হবে। সরকারিভাবে ২২টি মহাসড়কে থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা, করিমন, নসিমন চলাচল নিষিদ্ধ ঘোষণার পর কয়েক দিন পুলিশি তৎপরতায় ওইসব যান বন্ধ থাকে। দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনার সংখ্যাও বেশ হ্রাস পায়। তবে তারপর সবকিছু আগের অবস্থায় ফিরে যায়। যারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তারা উৎকোচের কাছে বিক্রি হয়ে যাওয়ায় সবকিছু দেখেও না দেখার ভান করা শুরু হয়। এমনকি খোদ রাজধানীতেও বিভিন্ন সড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। পুলিশের নাকের ডগায় এগুলো চলাচল করলেও তারা নিস্পৃহ ভূমিকা পালন করছে। দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ ও অন্যদের মধ্যে যে সততার সংকট বিরাজ করছে তার অবসান ঘটাতে হবে। তা সম্ভব হলে বন্ধ হবে অবৈধ যানবাহনের দাপট।
শিরোনাম
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
অবৈধ যানবাহন
সততার সংকটই বড় সমস্যা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর