ডিজেলের দাম ২৩ শতাংশ বৃদ্ধির পর দেশের জনজীবনে নাভিশ্বাস উঠেছে। পরিবহন ধর্মঘটের মাধ্যমে শুরু হয় দুর্ভোগ। ধর্মঘটের অবসান ঘটেছে ২৭ শতাংশ বাস ও ৩৫ শতাংশ লঞ্চ ভাড়া বৃদ্ধির মধ্য দিয়ে। এ সিদ্ধান্ত ভয়ংকর প্রতিক্রিয়া রাখছে জনজীবনে। ডিজেলের দাম কয়েক মাস ধরে বিশ্ববাজারে বাড়ছে হু হু করে। সে হিসেবে দেশে দাম বাড়ানোর বিষয়টি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শতভাগ যৌক্তিক। তবে কোনো দেশের সরকারের ভূমিকাকে লাভ-লোকসানের সরল হিসাবে ফেলার মধ্যেও রয়েছে ভ্রান্তি। ডিজেলের দাম বৃদ্ধি শুধু পরিবহন ভাড়া বাড়ায়নি, বাড়িয়েছে প্রতিটি নিত্যপণ্যের দাম। শাকসবজি, চাল-ডাল, পিঁয়াজ সবকিছুর দাম বেড়েছে পরিবহন খরচের অজুহাতে। সেচ মৌসুমের ঠিক আগে ডিজেলের মূল্যবৃদ্ধিতে কৃষিযন্ত্র ব্যবহার ও সেচকাজে ব্যয় বাড়বে। কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনেও গুনতে হবে বাড়তি অর্থ। সরকার এ মূল্যবৃদ্ধির ব্যাপারে আরও ‘ধীরে চল’ নীতিতে এগোতে পারত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বোদ্ধাজনদের বিবেচনায় ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার ও পরিবহন মালিকরা লাভবান হলেও বলির পাঁঠা হচ্ছেন সাধারণ মানুষ। ডিজেলের এ বাড়তি দামের প্রভাব পুরোটাই সাধারণ মানুষের ওপর দিয়ে যাবে। তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। স্বভাবতই মানুষ এ বাড়তি মূল্যের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব নিয়ে আতঙ্কিত। করোনাকালে সরকার ১ লাখ কোটি টাকা প্রণোদনা দিয়েছে অর্থনীতিকে টিকিয়ে রাখতে। সাধারণ হিসাবে এটি অপচয় হলেও তাতে অর্থনীতির ধস ঠেকানো সম্ভব হয়েছে। নিশ্চিত হয়েছে বৃহত্তর জনকল্যাণ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও লাভ-লোকসানের হিসাবে জনস্বার্থ উপেক্ষা করা হয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস সৃষ্টি করা হয়েছে। এ মূল্যবৃদ্ধি জনগণের হৃদয়ে সরকারের যে স্থান ছিল তা প্রশ্নবিদ্ধেও হুমকি সৃষ্টি করছে। ঝুঁকিপূর্ণ এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাখে।
শিরোনাম
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
জনজীবনে নাভিশ্বাস
ভুল সিদ্ধান্ত থেকে সরে আসুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর