টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। জওহর লাল নেহরুর পর নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলেন। শনিবার বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএর বৈঠকে মোদির নেতৃত্বেই মন্ত্রিসভা গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধান। দক্ষিণ এশিয়ায় পাঁচটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়। বাদ রাখা হয় পাকিস্তান ও আফগানিস্তানকে। সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট ও মরিশাসের প্রধানমন্ত্রীর উপস্থিতিও ছিল তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারত যে দক্ষিণ এশিয়ায় নিজস্ব বলয় সৃষ্টির পাশাপাশি ভারত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর সঙ্গেও বহুমাত্রিক সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছে শপথ অনুষ্ঠানে কিছু দেশকে গুরুত্ব দেওয়ার ঘটনা তারই প্রমাণ। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ নেওয়ার পাশাপাশি ৯৯ আসনের অধিকারী কংগ্রেস বিরোধী দলের নেতা হিসেবে নেহরু পরিবারের উত্তরসূরি রাহুল গান্ধীকে নির্বাচিত করেছে। গত দুটি লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে কেউ দায়িত্ব পালন করতে পারেননি কোনো বিরোধী দল ১০ শতাংশ আসন না পাওয়ায়। ভারতের সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ জয়লাভ করলেও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের উত্থান ছিল চোখে পড়ার মতো। রামমন্দির বটিকা গিলিয়ে মোহবিষ্ট করার চেষ্টা সফল হয়নি ভারতীয়দের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদী চেতনার কারণে। মুক্তিযুদ্ধের মিত্র দেশ ভারত। সব পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না। দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে সমস্যা থাকলেও তা কখনো বন্ধুত্বের চেতনাকে ক্ষুণ্ণ করেনি। আমাদের বিশ্বাস- মোদির তৃতীয় মেয়াদে ঢাকা-দিল্লির ঐতিহ্যবাহী সম্পর্ক আরও নতুন উচ্চতায় উঠবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
মোদির শপথ গ্রহণ
নতুন উচ্চতায় উঠুক ঢাকা-দিল্লি বন্ধুত্ব
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর